বার্ন ইনস্টিটিউটে দগ্ধরা শঙ্কামুক্ত নন: ডা. সামন্ত লাল

স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫:০৮পিএম, ৮ জুন, ২০২২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে দগ্ধ হয়ে যারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন, তারা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন। তবে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ভালো হয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক।
সামন্ত লাল সেন জানান, এখানে চিকিৎসাধীন ১৬ জন রোগীর সঙ্গে গতরাতে একজন নতুন করে যুক্ত হয়েছেন। ফলে মোট ১৭ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আছেন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে তিন জন আইসিইউতে আছেন জানিয়ে তিনি বলেন, একজন লাইফ সাপোর্টে ছিলেন, সেটিও উইথড্র করা হয়েছে। আইসিইউতে থাকাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো, পুরোপুরি সুস্থ নন। বাকি রোগীরাও ভালো আছেন। তবে ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত সুস্থ বলা যায় না।

চোখের সমস্যা নিয়ে আরও ৬ জন রোগী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, তাদের মধ্যে ২ জনের চোখের সমস্যার পাশাপাশি বর্ন থাকায় সেখানে স্থানান্তর করা হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রামে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে সেখানে আইসিইউতে থাকা রোগীরা ক্রিটিকাল অবস্থায় আছেন’, যোগ করেন তিনি।

এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. আবুল কালাম বলেন, ‘যাদের চোখে সমস্যা রয়েছে, তা রিকভারেবল। চোখ লাল থাকা এবং পাতা জ্বললেও দেখতে পারছেন তারা। ২ সপ্তাহের মধ্যে তারা সুস্থ হয়ে যেতে পারেন। সব ধরনের চিকিৎসা চলছে।’