হিমাচলে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত- ১৬

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩০:৪২পিএম, ৪ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের কুল্লুতে একটি স্কুল বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। বাসটির সামনের দিক পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।

কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানান, সোমবার (৪ জুুলাই) সকাল সাড়ে আটটার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইতোমধ্যেই জেলা কর্মকর্তা ও উদ্ধারকারী দল পৌঁছেছে। তিনি জানান, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসে ৪০ জন স্কুল শিক্ষার্থী ছিল। এ দুর্ঘটনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় বলেন, হিমাচলপ্রদেশের কুল্লুতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক ও মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

এছাড়া, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর টুইট করে লেখেন, পুরো প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।