ইসরায়েলি বর্বরতায় নিহত কিশোর

ছবিঃসংগৃহীত
ইসরায়েলি বর্বরতার শিকার হলো ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি। গত রোববার ইহুদি সেনাদের ছোঁড়া গুলিতে নিহত হয় ওই কিশোর। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, জেনিন প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছিলো ইহুদি সেনাবাহিনী। এসময় এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে আহত হন কামেল আলাওনেহ। তার পাকস্থলি এবং হাতে গুলি লাগে। দ্রুত ঐ কিশোরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইসরায়েলের অভিযোগ, সেনা সদস্যদের লক্ষ্য করে মোলোটভ ককটেল মারে ঐ কিশোর। সেটি প্রতিহতেই ফাঁকা গুলি ছোঁড়া হয়। চলতি বছর, ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৯ ফিলিস্তিনি। যারমাঝে অন্যতম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।