করোনা ও যুদ্ধ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
০২:৪০:২২পিএম, ৬ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

করোনা ও ইউক্রেন যুদ্ধ না হলে আমরা হয়ত আরও এগিয়ে যেতে পারতাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগুলোর প্রভাব মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ ও ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তার প্রভাবেই বাড়ছে তেলের দাম, সারের দাম, খাদ্যপণ্যের দাম, জাহাজ ভাড়া। সেই প্রভাব সারাবিশ্বের ওপর পড়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে। ২০৪১ সালের মধ্যেই স্মার্ট হয়ে উঠবে বাংলাদেশ।