মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলা
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)
০৩:০২:২২পিএম, ২৫ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। তিনি প্রধান অতিথি বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু ফুটবল খেলতেন উনার অসমাপ্ত আত্মজীবনী তোমরা যদি পড়ো ফুটবলের প্রতি বঙ্গবন্ধু ফাদার বলছিলেন শেখ লুৎ রহমান রহমান সাহেব খেলাধুলা করো রাজনীতি করো কোন অসুবিধা নাই সাথে সাথে যেন পড়ালেখা করো। উনি মানুষের অধিকারের কথা বলতেন শেষ পর্যন্ত মানুষকে ভালোবেসে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছে।  

আজকের তার স্মৃতিকে ধারণ করতে গিয়ে বঙ্গবন্ধু নিজে একজন ফুটবলার ছিলেন বঙ্গবন্ধুর ছেলে ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উনি একজন সংগঠন ছিলেন তার প্রতিষ্ঠিত আবু হানিম ক্লাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার অনেক পছন্দ করেন প্রধানমন্ত্রী উদ্যোগে সারা দেশের প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে ছাত্র-ছাত্রী বিনোদের জন্য খেলাধুলা চালু করা হয়েছে।

রবিবার (২৪জুলাই) বিকালে উপজেলা স্টেডিয়ামে মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মঈন। ও সঞ্চালনায় করেন সহকারি শিক্ষা রফিকুল ইসলাম, আয়োজনে উপজেলা শিক্ষা অফিস,

এতে উপস্থিত ছিলেন মাধবপুর চুনারুঘাট সার্কেল এএসপি মহসীন আল মুরাদ,থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাফস, কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দু সাত্তার বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, গণমাধ্যম ব্যক্তিবর্গ, দলীয় নেতা কর্মীরা সহ প্রমূখ। উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয়ের বারটি দলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।