গাসিকে জায়েদার বাজিমাত

রাজনীতি
সুমৃৎ খান সুজন
০২:২৭:০৭এএম, ২৬ মে, ২০২৩
গাসিকের মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পেয়েছেন লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। 

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল গাসিক। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন জায়েদার ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর তাঁর মা জায়েদা খাতুনকে প্রার্থী করেন। অবশ্য তিনি নিজেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন জাহাঙ্গীর আলম। কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর। মায়ের পক্ষে দিন-রাত প্রচার চালিয়েছেন তিনি। অন্যদিকে আজমত উল্লাও নির্বাচনী প্রচারে যা বলেছেন, এর প্রায় সবই ছিল জাহাঙ্গীরকেন্দ্রিক।

কোনো সংঘাত ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। এরপর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, গাসিকের মেয়র চেয়ারে কে বসতে চলেছেন। অবশেষে গাসিক পেল নতুন মেয়র জায়েদাকে।

ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল বেশ। প্রার্থীরাও কেউ ভোট গ্রহণের অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ১৮ জন হিজড়া। 

এই সিটিতে ৫৭টি সাধারণ ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ হাজার ৪৯৭টি।

এসকেএস/জই