বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

বাংলাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮:৪৫:১৬পিএম, ২৮ মে, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার(২৮ মে) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব মোঃ মাহফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ চুয়াডাঙ্গা, জনাব মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, সরকারি কলেজ, চুয়াডাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল ইসলাম মালিক,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর আব্দুর রশিদ, সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ), সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা।

সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজমুল হামিদ (রেজা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এছাড়াও ছিলেন জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ, সুধিবৃন্দ, রোভার স্কাউট, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

-জই/ নাহিদ