ধামইরহাটে বোরো ধান ও চাল সংগ্রহ

কৃষি ও প্রকৃতি
ধামইরহাট প্রতিনিধি
০৩:৫১:৪৭পিএম, ২৯ মে, ২০২৩
ধামইরহাটে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন।

নওগাঁর ধামইরহাটে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা এলএসডি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ফিতা কেঁটে এর উদ্বোধন করেন।

এরপর প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল ৪৪ টাকা কেজি দরে উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫৭৯ মেট্রিক টন। এর মধ্যে ধামইরহাট সদরে ৯৭১ মেট্রিক টন।

এছাড়াও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬০ মেট্রিক টন এর মধ্যে ধামইরহাট সদরে ৪৮৮ দশমিক ০৭ মেট্রিক টন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুন অর রশিদ বলেন, কৃষক পর্যায়ে ধান বিক্রি করতে না আসায় শুধু আলিফ চাউল কল ও জামান চাউল কল কর্তৃপক্ষের কাছ থেকে ১৮ মেট্রিক টন চাল কেনা উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক অপুর্ব রাইহান, পৌর কমিশনার আমজাদ হোসেন প্রমুখ।

- জই/ নাহিদ