শিশু অপহরণ- হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

বাংলাদেশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২:৪৯:২৩পিএম, ৩০ মে, ২০২৩
ছবি: জই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে তিন আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন।

এ সময় তিন আসামি (জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল) আদালতে উপস্থিত ছিলেন। এদের মধ্যে শাহজালাল ও আশরাফুল ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদাসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৮ সালের ১৮- ১৯ অক্টোবরের মধ্যে রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে শিশু জুঁইকে অপহরণ করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দোষ প্রমাণিত হওয়ায় জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুলকে ফাঁসির দণ্ড দেন আদালত। -জই/ নাহিদ