বানারীপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ
বানারীপাড়া প্রতিনিধি
১২:৫২:১৮পিএম, ২ জুন, ২০২৩
ছবি: জই

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে গাছে থেকে ঝুলন্ত অবস্থায় পলাশ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য শুক্রবার (২ জুন)  সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাশ উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের হিরণ হাওলাদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাইশারী গ্রামের আ. খালেক বেপারীর বাড়ির পশ্চিম পাশের বাগান সংলগ্ন রাস্তা দিয়ে ওই এলাকার ফারুক বাড়ি যাওয়ার সময় হঠাৎ গোঙ্গানির শব্দ পান। এসময় তিনি খালেক বেপারীকে ডাক দিলে তিনি টর্চ লাইট নিয়ে বের হন। পরে তারা বাগানের মধ্যে গিয়ে দেখতে পান পলাশ গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলে আছে।

বিষয়টি থানা পুলিশকে জানালে ওই রাতেই উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যান। সেখান থেকে আজ সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানা, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে,  ছোট বেলায় পলাশকে কুকুরে কামড় দেওয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে কখনও স্বাভাবিক আবার কখনও অস্বাভাবিক আচরণ করতো। পলাশ বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলাশ আত্মহত্যা করেছে তারপরেও তার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। - জই/ নাহিদ