কয়লার বিল বকেয়া, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে আগামীকাল

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
১২:০৪:২৯পিএম, ৩ জুন, ২০২৩
ছবি: জই

কয়লার বকেয়া বিল ডলারে সময়মতো পরিশোধ করতে না পারায় আগামীকাল রোববার (৪ জুন) বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎ কেন্দ্র। আগামী ২৫ জুনের আগে সেটি আর চালু হওয়ার সম্ভাবনাও কম।

কর্তৃপক্ষ জানান, বকেয়ার প্রায় ১০০ মিলিয়ন ডলার পরিশোধের পর নতুন করে এলসি খুললেও কয়লা আসতে সময় লাগবে অন্তত তিন সপ্তাহ। ফলে এ বিদ্যুৎ কেন্দ্রটি  অন্তত আগামী ২১ দিন বন্ধ থাকবে।

ছয় মাসের বেশি সময় ধরে কয়লা আমদানির বিল পরিশোধ করতে পারছিলো না পায়রা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাই ভয়-আশঙ্কা আগে থেকেই ছিলো। ফলাফল, এপ্রিলের মাঝামাঝি থেকে আর কয়লা পাঠায়নি চীনা অংশীদার। মজুদ কমতে থাকায় কারণে গত ২৫ মে থেকেই বন্ধ একটা ইউনিট। আর দ্বিতীয় ইউনিটও বন্ধ হতে যাচ্ছে আগামীকাল।

এ প্রসঙ্গে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার জানান, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের একটা প্ল্যান্ট অলরেডি বন্ধ হয়ে গেছে। আরেকটা প্ল্যান্টও বন্ধ হয়ে যাবে ৩-৪ তারিখের মধ্যে। প্ল্যান্ট বন্ধ হলেও ৫-২৫ তারিখ পর্যন্ত রুটিন মেইনটেনেন্স আমরা অবশ্যই করবো।