আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম

সৌদি আরব বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। দেশটি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম। সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অপরিশোধিত জ্বালানির উত্তোলন ও রপ্তানি দিনে ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হবে আগামী জুলাই থেকে।
বিশ্ব যখন অর্থনৈতিক ভাবে মন্দা তখনই সৌদি নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক ১৩ দেশের জোট ওপেকের সাথে রাশিয়ার নেতৃত্বাধীন ১০ অংশীদারের বৈঠক শেষে এই ঘোষণা এলো।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী জানান, মূল্যহ্রাসের দিকে থাকা অপরিশোধিত জ্বালানির দাম সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিয়েনায় টানা সাত ঘণ্টার বৈঠক থেকে আসা এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
ওপেক জোটের নিয়ন্ত্রণে বিশ্বে জ্বালানি চাহিদার ৪০ শতাংশ থাকায় এই সিদ্ধান্ত জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করেছেন বিশ্লেষকরা।