সকালেই অলআউট বাংলাদেশ

খেলাধুলা
স্পোর্টস ডেস্ক
১১:৫৯:৪০এএম, ১৫ জুন, ২০২৩
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের প্রথম ইনিংসের শুরুতেই নতুন বলের তাণ্ডবে মাত্র ২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ। গতকালের দুই সেট ব্যাটার মুশফিক ও মিরাজকে প্যাভিলিয়নে ফেরানোর পর তাইজুলকেও বোকা বানিয়ে আউট করেন আফগান পেসার মাসুদ।

দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮২ রান।  প্রথম দিনের দুই সেট ব্যাটার মুশফিক ও মিরাজ দুইজনই ফিফটি আক্ষেপ নিয়ে ফিরেছেন। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ করে আউট হয়েছেন।

তবে প্রথম দিনে জয় ও শান্তর দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে বড় সংগ্রহই তুলে নিয়েছে বাংলাদেশ। জয় ৭৬ করে আউট হলেও, শান্ত তুলে নিলেছিলেন সেঞ্চুরি। ১৪৬ রানে কাঁটা পড়েন ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত।

অন্যদিকে, আমির হামজার পর দ্বিতীয় আফগান বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেলেন নিজাত মাসুদ। প্রথম দিনে প্রথম বলে উইকেট পেয়ে রেকর্ড গড়েছিলেন নিজাত। অভিষেকেই ৫ উইকেট নিয়ে মিরপুর টেস্টটা স্মরণীয় করে রাখলেন আফগান এ পেসার।  - জই