হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মোশাররফ

রাজনীতি
নিজস্ব প্রতিনিধি
১১:৩৮:০৭এএম, ১৭ জুন, ২০২৩
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন।খন্দকার মোশাররফের বড় ছেলে জানান, রাতে হঠাৎ অসুস্থবোধ করলে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে তার বাবাকে। এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন। - জই