দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ অসহায় মানুষদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র অনুদানের চেক প্রদান। শনিবার (১৭ জুন) দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ ১৫ জন অসহায় মানুষদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র অনুদানের চেক প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।
মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন পদ্মা সেতু তৈরি করেন, তেমনি ভাবে গরীব অসহায় দরিদ্র মানুষেরও অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সেবার কথাও চিন্তা করেন। তিনি মানুষের মৌলিক চাহিদা অন্ন,বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সব গুলোই দেশের মানুষের জন্য নিশ্চিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, জয়নন্দ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, দৈনিক পত্রালাপের বার্তার সম্পাদক এমদাদুল হক মিলন, বীরগঞ্জ উপজেলার মোহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমূখ। - জই