ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু- ১

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বর্জ্রপাতে গোলাপ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকাল ৩ টায় হরিণাকুণ্ডু পারদখলপুর সাইতনতলা নামক ধানের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার পারদখলপুর গ্রামের মৃত ইলাহী মন্ডলের মেজোছেলে। এ ঘটনায় উপজেলার পার্বতীপুর গ্রামের আল-মামুন নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা যায়, মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়াও বর্জ্রপাতে দুটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নিহতের ছেলে আব্দুল কুদ্দুস।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। - জই