বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু ও গরুর গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

বাংলাদেশ
বদলগাছী প্রতিনিধি
০৩:৪০:১০পিএম, ২২ জুন, ২০২৩
ছবি: জই

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু ও গরুর গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর মধ্যে গরু ও গরুর গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বদলগাছী নওগাঁর আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ১২৫ জন ( ১ম পর্যায় ৭০ ও ২য় পর্যায় ৫৫) সুফলভোগীদের মাঝে গরু ও গরুর গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হবে। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এ-র সভাপতিত্বে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর  সার্বিক তত্ত্বাবধানে ও যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ৪৮ নওগাঁ -৩  বদলগাছি ও মহাদেবপুরের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার ছেলিম।

বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, মোঃ সামছুল আলম খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, বদলগাছী, নওগাঁ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বদলগাছি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,  বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর, মোঃ রেজাউল করিম পল্টন, চেয়ারম্যান  আধাইপুর ইউপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বদলগাছি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান, এবং এমপির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম মন্ডল।

পরিশেষে, সভাপতি মোসাঃ আলপনা ইয়াসমিন  এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।  উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। - জই