যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১২ দিন

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মোট ১২ দিন বন্ধ থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)। আগামী ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদ-উল- আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল ২৪ জুন হতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা এবং আগামী ২৬ জুন হতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়াও ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বোমোট ১৪ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
এছাড়াও ছুটি শেষে আগামী ৮ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে বলেও জানানো হয়। - জই