৭০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার

অর্থনীতি
অর্থনীতি ডেস্ক
১২:৫৩:২৪পিএম, ১৮ মার্চ, ২০২৪

রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে ৭০ হাজার মোট্রিক টন সার আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন এমওপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন থেকে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যে প্রতি মেট্রিক টন ডিএপি সার ৫৮১ মার্কিন ডলার। মোট ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৫৫ কোটি ৬৪ লাখ টাকা।

তিনি বলেন, বিএডিসির রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিন্টরগ’ থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যে প্রতি মেট্রিক টন এমওপি সার ২৮৯.৭৫ মার্কিন ডলার। সর্বমোট ৮৬ লাখ ৯২ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা।
 
এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৯ লাখ মেট্রিক টন। এ পর্যন্ত আমদানি ৭ লাখ ৬৭ হাজার মেট্রিক টন।