ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল বার্বাডোস

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
০৭:১৭:২৫পিএম, ২০ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। ১১তম ক্যারিবিয়ান কমিউনিটির (ক্যারিকম) সদস্য হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ‘আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে।

বার্বাডোসের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কেরি সিমন্ডস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্তে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময়। তাই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বার্বাডোস।

তিনি আরও বলেন,  বার্বাডোস বরাবরই জাতিসংঘে বলে এসেছে সংঘাতের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান হওয়া উচিত। কিন্তু হাস্যকর বিষয় হলো, বিশ্বকে আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চাই বললেও  বার্বাডোস ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। তাই একটি অসঙ্গতি ছিল। কারণ আমরা কীভাবে বলতে পারি যে আমরা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চাই; যদি আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেই। তাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাতে করে কোনো অসঙ্গতি না থাকে।

তবে  কেরি সিমন্ডস জোর দিয়ে বলেছেন,  এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্ককে প্রভাবিত করবে না।

জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ১৯৩টি। তার মধ্যে এখন বার্বাডোসসহ ১৪০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : আলজাজিরা