টালবাহানা করছে যুক্তরাষ্ট্র: শ্রম প্রতিমন্ত্রী

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
০৮:২৮:০৪পিএম, ২৩ এপ্রিল, ২০২৪

শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র ক্রমাগত টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেছেন, একটা ইস্যু শেষ হলে যুক্তরাষ্ট্র আরেক ইস্যু তৈরি করে।

মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত টালবাহানা করে বেড়ায়। একটা ইস্যু শেষ করলে আরেকটা ইস্যু তারা তৈরি করে।

‘পরাশক্তির হাত অনেকগুলো ও শক্তিশালী। তাদের পরোয়া করা হয়, কিন্তু তা স্বকীয়তা ক্ষুণ্ণ করে নয়,’ যোগ করেন তিনি। আর এসব মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শ্রম আইন নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলোর মধ্যে যেগুলো সম্ভব পূরণ করা হবে। আর যেগুলো সম্ভব না, সেগুলো পূরণ হবে না।

নজরুল বলেন, মালিকদের গলা টিপে মেরে ফেললে কোনো সুফল মিলবে না। মালিকরা হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস। একবারে মেরে ফেললে ঠকতে হবে।

তাই সবার স্বার্থ বজায় রেখে সংশোধিত শ্রম আইন পাস করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনেও শ্রম আইন নিয়ে কথা হয়েছে। এর আগেও আমরা আইনটি পাস করার পর্যায়ে ছিলাম। কিন্তু আইএলও থেকে অনুরোধ করা হলো; এটিকে আরো সমৃদ্ধ ও যুগোপযোগী করতে।

আর সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই গত সংসদে আইনটি পাস করা হয়নি বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম চৌধুরী।