জলঢাকায় সিএসও কমিটির সভা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলায় সিএসও কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় হলরুমে উপজেলা সিএসও এর সভাপতি মর্তুজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম, সিএসও কমিটির সহসভাপতি শাহজাহান, যুক্ত প্রকল্পের ফিল্ড ফেসিলিটিটর নিহারঞ্জন ভট্টাচার্য,সাংবাদিক ভবদিশ চন্দ্র, বিধান চন্দ্র রায় ও উপজেলা সিএসও সম্পাদক সুনেত্রা রানী সন্ন্যাসী প্রমুখ।

এসময় কমিটির সদস্যগণ গত ২ মাসের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।