বৃষ্টির জন্য নামাজ, চোখের পানি ঝরালেন মুসল্লিরা

বাংলাদেশ
মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
১০:১৫:৩১পিএম, ২৪ এপ্রিল, ২০২৪

প্রচণ্ড তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। তীব্র দাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির কামনায় নীলফামারীতে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটিও করেন তারা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাইস্কুল মাঠে নামাজে ইস্তিসকা অনুষ্ঠিত হয়।

এসময় নামাজের ইমামতি করেন টুপামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নূরে আলম সিদ্দিকী।

দুই রাকাত নামাজের আগে নসিবতপূর্ণ বক্তব্য দেয়া হয়৷ পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাতে চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেন তারা।

নামাজে অংশ নেয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।

মাওলানা মো. নূরে আলম সিদ্দিকী বলেন, মানুষের সৃষ্ট কোন পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।