বুস্টার ডোজ পাবেন ৫০ বছর বয়সীরাও: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩:৫৫পিএম, ১৭ জানুয়ারী, ২০২২
ছবিঃ সংগৃহীত

সারাদেশে এখন পর্যন্ত করোনা টিকার সাত লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনর ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে, শনাক্ত হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না।’ জাহিদ মালেক জানান, চুক্তি অনুযায়ী এখনও রাশিয়ার টিকা পাওয়া যায়নি। এ বিষয়ে যোগাযোগ চলছে।